Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

At a glance Land Info
What is a ledger?
Khatian is the land record that is prepared during the survey along with the details of the land ownership of one or more land owners based on the mouza.
What is a C, S record?
C, S is the cadastral survey. The first district based design and land record prepared in our country is called C, S record.
S, what is this ledger?
The ledger prepared after the enactment of the Zamindari Acquisition and Tenancy Act by the government in 1950 is called SA Khatian.
What is Namjari?
Namjari is the process of registering the name of a new owner of a land through inheritance or purchase or any other process.
What is deposit rejection?
Rejection of deposit means creating new ledger by splitting the joint deposit. Transfer or distribution of any land of a tenant holding a tenant from the original ledger and opening a new holding or ledger is called deposit rejection.
What is a leaflet?
The copy of the draft khatian prepared during the land survey which is distributed to the land owner before attestation is called field pamphlet. A copy of the pamphlet is called a pamphlet after the pamphlet has been attested or attested by the revenue officer and the khatian is finally published at the end of the objection and appeal hearing.
Schedule means introductory details of the land. In order to give the identity of a land, the name of the concerned mouza, ledger no., Dag no.
What is a mouza?
During the cadastral survey, each police station area was divided into unique units and marked with the serial number of each unit. Each such unit in the police station area is called a mouza. A mouza is formed with one or more villages or neighborhoods.
What is rent?
The land tax that the government collects from the tenants on an annual basis for land use is called land rent.
What is waqf?
According to Islamic law, waqf is the donation of property by a Muslim landowner to cover the expenses of a religious and social welfare organization.
What is Motwalli?
A person who manages and supervises waqf property is called a motwalli. Motwalli cannot transfer waqf property without the permission of the waqf administrator.
What is Warish?

 
Warish means heir under religious provisions. If a person dies without a will, according to the law, the person or persons who own the property left by his wife, children or close relatives are called heirs.
Acceptance of the proposal of the government to settle the land to the farmer and accept the payment of rent by the tenant is called acceptance.
What's the spot number?
In mouzas, the land of each land owner is displayed separately or in the self-land with boundary poles or isles for the purpose of identifying each piece of land based on the class of land. In mouza design, the number given for identifying or identifying land with serial number of each piece of land is called spot number.
What is a rash?
The serial number that is mistakenly omitted when giving the serial number of each plot of land during the preparation or revision of the design at the initial stage of land survey or the serial number which has to be omitted due to merging of two land plots after the initial stage is called discharge spot.
What is Chandina VT?
The non-agricultural tenant area of ​​the permanent or temporary shop part of the Hat Bazar is called Chandina VT.
What is priority?

অগ্রক্রয়াধিকার অর্থ সম্পত্ত্বি ক্রয় করার ক্ষেত্রে আইনানুগভাবে অন্যান্য ক্রেতার তুলনায় অগ্রাধিকার প্রাপ্যতার বিধান। কোন কৃষি জমির মালিক বা অংশিদার কোন আগন্তুকের নিকট তার অংশ বা জমি বিক্রির মাধ্যমে হস্তান্তর করলে অন্য অংশিদার কর্তৃক দলিলে বর্নিত মূল্য সহ অতিরিক্ত ১০% অর্থ বিক্রি বা অবহিত হওয়ার ৪ মাসের মধ্যে আদালতে জমা দিয়ে আদালতের মাধ্যমে জমি ক্রয় করার আইনানুগ অধিকারকে অগ্রক্রয়াধিকার বলা হয়।
আমিন কী ?
ভূমি জরিপের মধ্যমে নক্সা ও খতিয়ান প্রস্তুত ও ভূমি জরিপ কাজে নিজুক্ত কর্মচারীকে আমিন বলা হত।
সিকস্তি কী ?
নদী ভাংঙ্গনে জমি পানিতে বিলিন হয়ে যাওয়াকে সিকস্তি বলা হয়। সিকস্তি জমি ৩০ বছরের মধ্যে স্বস্থানে পয়স্তি হলে সিকস্তি হওয়ার প্রাককালে যিনি ভূমি মালিক ছিলেন, তিনি বা তাহার উত্তরাধিকারগন উক্ত জমির মালিকানা শর্ত সাপেক্ষ্যে প্রাপ্য হবেন।
পয়স্তি কী ?
নদী গর্ভ থেকে পলি মাটির চর পড়ে জমির সৃষ্টি হওয়াকে পয়স্তি বলা হয়।
নাল জমি কী ?
সমতল ২ বা ৩ ফসলি আবাদি জমিকে নাল জমি বলা হয়।
দেবোত্তর সম্পত্তি কী ?
হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন, ব্যাবস্থাপনা ও সু-সম্পন্ন করার ব্যয় ভার নির্বাহের লক্ষ্যে উৎসর্গকৃত ভূমিকে দেবোত্তর সম্পত্তি সম্পত্তি বলা হয়।  
দাখিলা কী ?
ভূমি মালিকের নিকট হতে ভূমি কর আদায় করে যে নির্দিষ্ট ফরমে (ফরম নং-১০৭৭) ভূমিকর আদায়ের প্রমানপত্র বা রশিদ দেওয়া হয় তাকে দাখিলা বলে।
ডি,সি,আর কী ?
ভূমি কর ব্যতিত অন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফরমে (ফরম নং-২২২) রশিদ দেওয়া হয় তাকে ডি,সি,আর বলে।
দলিল কী ?
যে কোন লিখিত বিবরনি যা ভবিষ্যতে আদালতে স্বাক্ষ্য হিসেবে গ্রহনযোগ্য তাকে দলিল বলা হয়। তবে রেজিষ্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিষ্ট্রি করেন তাকে সাধারনভাবে দলিল বলে।
কিস্তোয়ার কী ?
ভূমি জরিপকালে চতুর্ভূজ ও মোরব্বা প্রস্তুত করারপর  সিকমি লাইনে চেইন চালিয়ে সঠিকভাবে খন্ড খন্ড ভূমির বাস্তব ভৌগলিক চিত্র অঙ্কনের মাধ্যমে নক্সা প্রস্তুতের পদ্ধতিকে কিস্তোয়ার বলে।
খানাপুরি কী ?
জরিপের সময় মৌজা নক্সা প্রস্তুত করার পর খতিয়ান প্রস্তুতকালে খতিয়ান ফর্মের প্রত্যেকটি কলাম জরিপ কর্মচারী কর্তৃক পূরণ করার প্রক্রিয়াকে খানাপুরি বলে।