ইটাখোলা উন্নয়ন সহায়তা তহবিল
ইটাখোলা উন্নয়ন সহায়তা তহবিল
|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারলোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩)
|
---|
|
||
|
স্কিমের তালিকা |
|
---|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ইটাখোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়
নীলফামারী সদর, নীলফামারী
স্মারক নং - ইটাখোলা ইউ,পি/২০২১/
তারিখ: ২৬/১০/২০২৩ খ্রিস্টাব্দ
বিষয়: এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরের মৌলিক বরাদ্দ থেকে বিবিজি পিবিজি টাকায় বাস্তবায়ন যোগ্য স্কিম সমূহের তালিকা দাখিল
উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনার সদয় অবগতির জন্য জানান যাইতেছে যে, ইটাখোলা ইউপির এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরের বিবিজি তহবিলে বরাদ্দ টাকায় বাস্তবায়ন যোগ্য স্কিম সমুহের তালিকা প্রত্যেক ওয়ার্ডে উন্মুক্ত সভা করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহন করা হয়েছে এবং ইউনিয়ন পরিষদের সভায় অনুমোদন করা হয়েছে। উপজেলা বিজিসিসি কমিটিতে অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্কিমের তালিকা প্রস্তুত পূর্বক প্রেরন করা হইল।
ক্রমিক নং. | স্কিমের নাম | এলাকা | স্কিমের ধরন | ওয়ার্ড নম্বর | বরাদ্দের ধরণ | বরাদ্দকৃত টাকা | মন্তব্য |
১ | ইটাখোলা ০৩নং ওয়ার্ডের দরবেশপাড়া বদরুলের বাড়ীর সামনে পাকা রাস্তার মাথা হইতে আরাম্ব করিয়া আনোয়ার পাইকারের বাড়ী যাওয়ার রাস্তা আরসিসি করন। | ইটাখোলা, নীলফামারী সদর, নীলফামারী | যোগাযোগ | ৩ | ইউপি উন্নয়ন সহায়তা, বিবিজি | ৪৬৩,৪০০.০০ |
|
২ | কানিয়ালখাতা ০৫নং ওয়ার্ডের মন্ডলপাড়া নবকান্তের বাড়ীর পাকা রাস্তার মাথা হতে আরাম্ভ করিয়া জগিন চন্দ্র রায়ের বাড়ি যাওয়ার রাস্তা আরসিস পাকা করন। | ইটাখোলা, নীলফামারী সদর, নীলফামারী | যোগাযোগ | ৫ | ইউপি উন্নয়ন সহায়তা, বিবিজি | ৪৩৬,৯০০.০০ |
|
৩ | 07নং ওয়ার্ডের জলঢাকা পাকা রাস্তা হতে খামাত পাড়া যাওয়ার রাস্তায় ঢাঙ্গা কাল্টুর বাড়ীর নিকট কালভার্ট নির্মান করন। | ইটাখোলা, নীলফামারী সদর, নীলফামারী | যোগাযোগ | ৭ | ইউপি উন্নয়ন সহায়তা, বিবিজি | ১৫০,০০০.০০ |
|
মোট | ১,০৫০,৩০০.০০ |
|
প্রতিবেদন প্রস্তুতের সময়: ২৬ অক্টোবর ২০২৩ | ০৭:০৬:৩৭ অপরাহ্ন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস